• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনালে পিলখানা মামলার দুই শতাধিক আসামির জামিন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৯ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি দিন ধার্য সীমান্তে কাউকে আসতে দিবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই : মির্জা ফখরুল গ্রেপ্তারি পরোয়ানা জারি সাকিব আল হাসানের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নিয়ে এপিপিজি রিপোর্ট বিভ্রান্তি কর : ব্রিটিশ এমপি রূপা হক একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর ইলিশ বেচবে সরকার ৬০০ টাকা কেজি দরে, যেখানে পাবেন

১৫ জুলাই ঢাকায় সমাবেশ ডেকেছেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৫ জুলাই রাজধানীতে সমাবেশ ডেকেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রবিবার (৯ জুলাই) দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম  এ কথা জানান।

আহমদ আবদুল কাইয়ূম জানান, শুক্রবার আলোচনা সভায় পীর চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে থানায় থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন, সেপ্টেম্বর মাসে সকল জেলা ও মহানগরে সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকারের একটি রূপরেখা ইতোমধ্যে দেওয়া হয়েছে। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘আপিল বিভাগের একজন বিজ্ঞ, সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য বিচারপতিকে প্রধান করে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন হবে। যারা জাতীয় সরকারে থাকবেন তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাতীয় সরকার গঠন করতে হবে।’

জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। কোনও কারণে তা সম্ভব না হলে পরবর্তী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমান মন্ত্রিসভার কেউ নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ