• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:

নাটোর ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে একজন নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
প্রতীকী ছবি 

নাটোর পৌরসভার ড্রেন নির্মাণ কাজের কোটি টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে পৌরসভা কার্যালয়ের ভিতরে দুই পক্ষের সংঘর্ষে শিহাব হোসেন শিশির (২৬) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর (৩৫) বাম হাতের কব্জি থেকে কেটে নেয় প্রতিপক্ষরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব হোসেন শিশির শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে। তিনি একটি খেলনা গাড়ি সরবরাহ প্রতিষ্ঠানে সরবরাহকারী হিসেবে কাজ করলেও নিয়মিত নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর সাথে থাকতেন। আর আহত হাসু শহরের কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান হিরো এবং যুবলীগ নেতা হাসানুর রহমান হাসুকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের মল্লিকহাটি ঘোষপাড়ার রাস্তার পাশের ড্রেন নির্মাণ কাজ যৌথভাবে করেন কাউন্সিলর রোকনুজ্জামান হিরো এবং হাসানুর রহমান হাসু। কোটি টাকার উপরের এই কাজ শেষ হলে লাভের অংশ ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে শিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় যুবলীগ নেতা হাসু নামে অপরজনের বাম হাতের কব্জি থেকে কেটে নেয় প্রতিপক্ষরা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, অবিবাহিত যুবক শিশির ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। পরিবারে তার বৃদ্ধ বাবা-মা ও একটি ছোট বোন রয়েছে।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ও নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় তিনি বলেন, ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে একজন নিহত এবং অপরজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে দুই গ্রুপের প্রধান রোকনুজ্জামান হিরো ও হাসানুর রহমান হাসুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাটোর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় তাতক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো এবং হাসানুর রহমান হাসুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত অন্যদের আটক করে বিচারের আওতায় আনা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এধরনের ঘটনার নিন্দা ও বিচার দাবি করে বলেছেন, নিহত শিশির যুবলীগকর্মী। শিশির ভালো ছেলে। পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ