• বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

গ্যারেজ মিস্ত্রিকে হত্যার চেষ্টা ও পঙ্গু করার প্রতিবাদে মানববন্ধন

আপডেটঃ : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

রংপুর অফিস॥
রংপুর নগরীতে পুর্ব শত্রুতার জেরে মাসুদ রানা নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার চেষ্টাসহ পঙ্গু করার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীরা।
গতকাল বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নগরীর ১৪নং ওয়ার্ডের পূর্ব বড়বাড়ি মরিচটারী এলাকাবাসী মানববন্ধন শেষে ডিআইজি, জেলা প্রশাসক ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এরআগে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মাসুদের পিতা ওসমান আলী, এলাকাবাসী এরশাদ আলী ও আজাদ মিয়া প্রমুখ। এসময় তারা বলেন, গ্যারেজ মিস্ত্রি মাসুদ রানার সাথে পার্শ্ববর্তী হরিরামপুর এলাকায় আহাদ, ফরহাদ, আমজাদ, রুবেল মিয়ার পূর্ব শত্রুতার জেরে কলহ চলে আসছিল। তারা প্রায় সময় মাসুদ রানাকে নানাভাবে হুমকিও ভয়ভীতি দেখাতেন। উল্লেখ্য:গত ১৯ আগস্ট রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে মাসুদ রানার ওপর অতর্কিত হামলা চালায় তারা। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পঙ্গু করার উদ্দেশ্যে বাম পায়ের গোড়ালির পিছনের রগ কেটে দিয়েও ক্ষান্ত না হয়ে হাটুর নিচে রড দিয়ে আঘাত করে। পরে মূমুর্ষ অবস্থায় শার্ট দিয়ে মুখ বেঁধে ফেলে রেল লাইনে রেখে যায়।
পরে তাকে রক্তাক্ত গুরুত্বর জখম অবস্থায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে অটোরিকসা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পুলিশের কাছে মামলা দিতে বারবার ধরণা দিলেও পুলিশ অজ্ঞাতকারণে মামলা নেন নি। এলাকাবাসী বলেন, পুলিশ মামলা না নেয়ায় আসামীরা প্রকাশ্যে চলাফেরা পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারকে ভয়ভীতি দেখানো অব্যহত রেখেছেন। মানববন্ধন শেষে প্রশাসনের বিভিন্নজনকে স্মারকলিপি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ