• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে সম্পূর্ণ বিয়ে সথে হানিমুন ফ্রি কক্সবাজারে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের একসঙ্গে কাজ করবে জামায়াত-বিএনপি নেই বিরোধ: তাহের ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা অবস্থান নিলো সচিবালয়ের সামনে কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা তাহসান-রোজা মধুচন্দ্রিমায়, আছেন মালদ্বীপে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে: তানভীর বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে কুমিল্লা সীমান্তে, সতর্ক বিজিবি ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই : নির্বাচন কমিশনার

তানোরে প্রতারণা করে জমি বিক্রির অভিযোগ

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

তানোর ‘রাজশাহী’ প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে বিএনপি মতাদর্শী এক প্রভাবশালী বিরুদ্ধে প্রতরণা করে জাল দলিল সৃষ্টি ও সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা সরেজমিন তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক (রাজম্ব) বরাবর ডাকযোগে লিখিত অভিযোগ করেছেন। এদিকে জমি বিক্রির দীর্ঘদিন পরে প্রতারণার ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। তানোর পৌর এলাকার কালীগঞ্জহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। তানোরের চাঁন্দুড়িয়া ইউপির গাগরন্দ (আজিপুর) গ্রামের বাসিন্দা মুত সাদেক আলীর পুত্র আনসার আলী এই প্রতারণার শিকার হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে,তানোরের রায়তান বর্ষ মৌজায় আরএস ও এসএ দাগ নম্বর ১২৭২ ও ১২৬৭ এই দুই দাগে ৪৯ ও ৩৭ মোট ৮৬ শতাংশ জমি রয়েছে শাহাবান বিবির নামে। মৃত আতাউর রহমানের স্ত্রী শাহাবান বিবি। কিšত্ত কালীগঞ্জহাট গ্রামের মৃত আনিসুর রহমান তার দ্বিতীয় স্ত্রী প্রয়াত হাসনা বেগমের নামে জাল দলিল সৃষ্টি করে ভোগদখল করে আসছিল। উক্ত সম্পত্তির কাগজ পর্যালোচনা করলে এই জালিয়াতির সত্যতা পাওয়া যাবে বলেও অভিযোগে বলা হয়েছে। এদিকে আনিসুর রহমান ও হাসনা বেগমের মূত্যুর পরে তাদের পুত্ররা এসব সম্পত্তির মধ্যে থেকে ১১ শতক সম্পত্তি তানোরের চাঁন্দুড়িয়া ইউপির গাগরন্দ (আজিপুর) গ্রামের বাসিন্দা মৃত সাদেক আলীর পুত্র আনসার আলীর কাছে বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে জমি কিনে খাজনা-খারিজ (নামজারি) করতে গিয়ে এমন চাঞ্চল্যর প্রতারণার বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ওদিকে প্রয়াত শাহাবান বিবির স্বজনরা এসব জমি কাগজ পর্যালোচনা করে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও এসব সম্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ