• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে সম্পূর্ণ বিয়ে সথে হানিমুন ফ্রি কক্সবাজারে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের একসঙ্গে কাজ করবে জামায়াত-বিএনপি নেই বিরোধ: তাহের ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা অবস্থান নিলো সচিবালয়ের সামনে কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা তাহসান-রোজা মধুচন্দ্রিমায়, আছেন মালদ্বীপে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে: তানভীর বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে কুমিল্লা সীমান্তে, সতর্ক বিজিবি ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই : নির্বাচন কমিশনার

ভোলা ইলিশার রমজানের এসএসসিতে এ গ্রেড দেখবে কে?

আপডেটঃ : রবিবার, ৬ মে, ২০১৮

ভোলা প্রতিনিধি॥
মধ্যবিত্ত পরিবারের কোন সন্তান যদি পড়াশুনা করে দশম শ্রেণীতে উঠলেই পরিবার তাকে নিয়ে স্বপ্ন দেখে। যখনই এসএসসি পাশ করে মাধ্যমিক জীবন শেষ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রস্তুতি নিবে ঠিক ঐ মুহুর্তে বাবা মা মনে করে আমরা স্বার্থক, আমার সন্তান এসএসসি (মেট্টিক) পাশ করে কলেজে ভর্তি হয়েছে। আর যেদিন এসএসসি ফলাফল দিবে ঠিক সেই দিনই পরীক্ষার্থীসহ বাবা-মা, ভাই-বোন, আতœীয়- স্বজন সাড়া দিন তাকিয়ে থাকে কখন তাদের পরিবারের ছেলেটির রেজাল্ট আসবে। মা বাবার চোখে থাকবে দৃষ্টি ভরা স্বপ্ন। আর আনন্দে বাসবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী। কিন্তু সেই আনন্দ ও স্বপ্ন থেকে বঞ্চিত হলো ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারী এলাকার ২নং ওয়ার্ডের সাজাহান মিয়ার ছেলে নিহত রমজানের পরিবারের। ৬ই মে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হয়। আর এই পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে অংশগ্রহণ করেছেন রমজান। কিন্তু রমজান অন্যান্য সহপাঠীদের চেয়ে ভালো রেজাল্ট (৪.২০) করেও দেখে যেতে পারে নি। রেজাল্ট ঘোষনার পর এই প্রতিবেদক রমজানের রেজাল্ট জানার জন্য ছুটে জান ইলিশা নেছারিয়া দাখিল মাদ্রাসায়, সেখানে গিয়ে কথা হয় মাদ্রাসার শিক্ষকদের সাথে তারা জানান, অন্য ছাত্রদের চেয়েও রমজান ছিল মেধাবী। আর এই মেধায় রমজান আজ ভাল ফলাফলে উত্তীর্ণ হয়েছে। কিন্তু রমজান দেখে যেতে পারেনি। রমজানের পরিবারের সদস্যদের প্রশ্ন কে দেখবে রমজানের এই রেজাল্ট? ছেলেটির দশ বছরের স্বপ্ন পাওয়ার ৪দিন আগেই সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। রমজানের রেজাল্ট পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন তার বাবা-মা ও তার সহপাঠীরা।
উল্লেখ্য, গত ১ই মে রমজান তার ভাই মাকছুদের বিকাশের দোকানে বসলে বিকাশের নামে প্রতারণা করে ৩১ হাজার টাকা হারানোর পর তার ভাই এর বকা-ঝকা খেয়ে আতœ হত্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ