• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

পাবনায় নিজ গ্রামে উইং কমান্ডার আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত

আপডেটঃ : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধি॥
টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত বিমান বাহিনীর এফ-৭ বিজি জেট ফাইটার বিমানের নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর প্রথম জানাজা তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে তার মরদেহ পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব টেক্সটাইল স্কুল মাঠে আনা হয়। এসময় তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভীর জমায়। স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত সবাই। পরে নিজ জগন্নাথপুর দারুস সালাম মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, পৌর মেয়র আবুল কালাম আজাদ সহ নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
জানাজা নামাজের পূর্বে নিহত উইং কমান্ডার আরিফের সহকর্মী উইং কমান্ডার তৌহিদ এবং চাচাতো ভাই আব্দুল লতিফ বক্তব্য রাখেন।
জানাজা শেষে উইং কমান্ডার আরিফের মহদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়। স্বশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে উইং কমান্ডার আরিফের মরদেহ ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে। উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আফজাল হোসেন বিশ্বাসের একমাত্র পুত্র এবং পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনোয়ার হোসেন জায়েদির একমাত্র জামাতা ছিলেন। তিনি শুক্রবার বিকেলে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ