বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকা হতে করতোয়া নদী থেকে বস্তাভর্তি বিপুলসংখ্যক ধারলো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।৯ এপ্রিল, মঙ্গলবার, বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে ঐ সব দেশীয় অস্ত্র উদ্ধার করে একটি অভিযানিক দল।
থানা সূত্রে জানা যায়, ঐ এলাকায় স্থানীয় এক কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। পরে বস্তাটি নদীর পাড়ে তুলে মুখ খুললে ভেতরে ধারালো অস্ত্রগুলো দেখতে পায় স্থানীয়রা। এরপর বিষয়টি স্থানীয় থানাকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে বস্তাবন্দি অস্ত্রগুলো পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি চায়নিজ কুড়াল, দু’টি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারালো ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট-বড় মোট ২৬টি চাকু। মোট ৩৫টি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার একটি সুত্র।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম সংবাদ সংযোগ কে বলেন, কোনও অপরাধী চক্র এসব ধারালো অস্ত্র নদীতে লুকিয়ে রেখে ছিলো, আমরা এর সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি, স্থানীয়দের দেওয়া তথ্যমতে আমরা অস্ত্র গুলো উদ্ধার করতে সক্ষম হই।